
ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ন্যাটো বাহিনীর এক বিমান হামলায় পাঁচ আফগান সৈন্য নিহত হয়েছে। আফগান কর্মকর্তারা একথা বলেছেন। ন্যাটো জোট জানায়, হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি তার টুইটার বার্তায় বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় লোগার প্রদেশের চার্খ এলাকায় ন্যাটো বাহিনীর বিমান হামলায় আফগান সামরিক বাহিনীর পাঁচ সদস্য শহীদ ও অপর আটজন আহত হয়েছেন।
Please follow and like us: