
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ির পাশ্বে থাকা ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, আজিজুল একই এলাকার বাতাসুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গনাগছ গ্রামে বাড়ির পাশে থাকা একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যায় আজিজুল। এসময় আগে থেকে পাশ্বে থাকা একটি বৈদ্যুতিক তারা লেগে ছিল কয়েকটি বাঁশ। অসাবধানবসত বাঁশ কাটতে গেলি বিদ্যুতায়িত হয়ে পড়ে যায় সে। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকেরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।