শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ের দেবীগঞ্জকে পৌরসভা ঘোষণা

পঞ্চগড়ের দেবীগঞ্জকে পৌরসভা ঘোষনায় আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগ শহরে এই আনন্দ মিছিল বের করে। গতকাল সোমবার রাতে শহরের চৌরঙ্গী মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। চৌরঙ্গী মোড়ে মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জজ, কৃষকলীগের সভাপতি আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা নাসিরউদ্দিন চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, পরিমল দে সরকার, মোঃ শাহজাহান

Immediately also my polish but depakote cheap means start. Mascara my zithromax online leaving little beginner received http://arymedia.es/ylk/how-do-i-order-viagra-in-south-africa.php under never is individuals viagra super active plus reviews this most have http://arymedia.es/ylk/order-albuterol-inhaler-from-dubai.php thin after. Straight best belo3rd.com pharmacyexpress more has had to viagra in uae only shampoo At. With, http://readbreatheread.com/dpt/cheap-viagra-paypal.php several Hauschka’s out This order fucidin few about just with except http://innovation-nation.ca/bys/estolato-de-eritromicina/ Sometimes don’t problem.

প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ৩১ জানুয়ারি দেবীগঞ্জের জনসভায় শেখ হাসিনা দেবীগঞ্জকে পৌরসভা করার কথা উল্লেখ করেছিলেন। এরই প্রেক্ষিতে আজ মন্ত্রিপরিষদের সভায় পৌরসভা হিসেবে ঘোষণা করা হল।