
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের অভ্যন্তরে ৩৬টি ছিটমহলে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভারতীয় ৫৯ নং পুটিমারী ছিটমহলের নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও অধিবাসীরা কাগজ ও কলা গাছের তৈরী অস্থায়ী স্মৃতি সৌধ বানিয়ে পুষ্পসত্মবক অর্পণ করার পর বাসা-বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে। পরে তারা বাংলাদেশের নাগরিকত্বের দাবীতে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় পঞ্চগড়-নীলফামরী জেলা ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মফিজার রহমান, পুঠিমারী ছিটমহলের চেয়ারম্যান তসলিমউদ্দীন,শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ ছিটমহলের কয়েকশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।