
রীনা চৌধূরী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : ‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫ ও বিশ্ব হাতধোয়া দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ব্র্যাক ওয়াশ এর সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন, প্লে-কার্ড হাতে এক বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ-সহকারী প্রকৌশলী মোঃ মমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান ও মীরা রানী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজান মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, ব্র্যাক ওয়াশ ঠাকুরগাও ও পঞ্চগড়ের ম্যানেজার মোঃ মোবাশেরুল আলম, উপজেলা ম্যানেজার মোঃ সাখওয়াত হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শিশু শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।