সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ের পাথর শ্রমিকদের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধিঃ সেলো মেশিন দিয়ে পাথর উত্তোলনে প্রশাসনের হয়রানী বন্ধের দাবীতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা ও পাথর উত্তোলনকারী শ্রমিক পরিবারদের বাঁচাতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে তেঁতুলিয়া উপজেলা পাথর উত্তোলন কারি শ্রমিকরা। আজ  মঙ্গলবার বিকেল ৩টায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের শালবাহান রোডে ঘন্টাব্যাপী মানববন্ধনে পাথর উত্তোলন কারি শ্রমিকরা অংশ নেন। মানববন্ধনে পাথর শ্রমিক নেতা আব্দুল জব্বার, খোকা মিয়া, জাসদের নেতা রিয়াজুল মোল্লা, কবির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সেলো মেশিন দিয়ে পাথর উত্তোলনে প্রশাসনের হয়রানী বন্ধের দাবী জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

Spread the love