
পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এন্ড এসোসিয়েশনের রজত জয়ন্তী উৎসবে যোগদানের জন্য পঞ্চগড়ের বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার আগামী মঙ্গলবার কুচবিহার যাচ্ছে। আগামী ২২ অক্টোবর বুধবার সংগঠনটির রজত জয়ন্তী উদযাপিত হবে। এ উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আযোজন করা হয়েছে। উৎসবে পঞ্চগড়ের বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের নাটক ‘অসুরবধ’ মঞ্চস্থ হবে।
রহিম আব্দুর রহিম রচিত ও নির্দেশিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র মাসুদ রানা, আরিফুজ্জামান আরিফ, গলেহাহাট ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মনির হোসাইন, আবিদুল ইসলাম, আলমগীর হোসেন, বি.পি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইমামিম মুবিন মুক্ত, রিজওয়ান চৌধুরী প্রিন্স, পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র, নাঈম আহমেদ মৃধা আকাশ, সুব্রত বণিক, কালেক্টরেট শিক্ষা নিকেতন’র নবম শ্রেণির ছাত্র আবু হাসনাত প্রভাত। দলটি ২৩ অক্টোবর জলপাইগুড়ি জেলার দিনহাটা মহকুমায় একই নাটক পরিবেশন করবে।
উল্লেখ, পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার ২০১২ সালে ভারতের নয়াদিল্লী ও বারানসিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করে। দলটি দ্বিতীয়বারের মত অনুরুপ অনুষ্ঠানে যোগ দিচ্ছে।