বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় আকস্মিক ডায়েরিয়ার প্রাদূর্ভাব

মোঃ এনামুল হক , পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আকশ্মিক ডায়েরিয়ার প্রাদূর্ভাব দেখা দিয়েছে। গত দুইদিনে পঞ্চগড় আধুনিক সদর হানসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় ৪০ টি শিশু ভর্তি হয়েছে । রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নতুন আরও ২৪ শিশু ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শিশু ওয়ার্ডে জায়গার অভাবে অনেক শিশুকে হাসপাতালে বারান্দা এবং মেঝেতে রাখা হয়েছে।

অভিবাবকরা জানায়, হঠাৎ করেই তাদের শিশুদের সর্দি দেখা দেয়। এক পর্যায়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তারা গুরুতর অসুস্থ্য হয়ে পড়ছে। আকশ্মিকভাবে ডায়েরিয়ায় আক্রান্ত ৬৫ শিশুর চিকিৎসা দিতে ডাক্তার এবং সেবিকাদের হিমসিম খেতে দেখা গেছে।

শহরের রামের ডাংগা গ্রামের মফিজান বেগম বলেন, শনিবার রাতে আমার সাড়ে চার বছরের শিশুর প্রথমে সর্দি দেখা দেয়। পরে ডায়েরিয়া শুরু করে আমি হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে শিশুটি ভালো আছে।

তবে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মো. মনোয়ার হোসেন জানান, শীতকাল প্রায় শেষ পর্যায়ে। আবহাওয়া পরিবর্তনের এমন সমস্যা দেখা দিয়েছে। আমরা সাধ্যমত চেষ্টা করছি এবং শিশুদের অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।