
মোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
গত শনিবার থেকে বয়ে যাওয়া উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড়ের বোদায় ফের শীত জেঁকে বসেছে। রবিবার সকাল থেকে সূর্য্যের দেখা মেলেনি। দুপুরের পরে সূর্য্য উঁকি দিলেও তাপমাত্রা কম থাকায় তীব্র শীত অনুভূত হয়েছে। সন্ধ্যা নামার সাথে সাথে হাট বাজার গুলোতে জন শুন্য হয়ে পড়ছে। পঞ্চগড়ের গ্রামীণ জনপদের মানুষ এখন রাতের শীত নিবারনেই বেশি ব্যস্ত। দরিদ্র জনগোষ্ঠির মানুষজন ধানের নাড়া (খর) সংগ্রহ করে রাতে আগুন জ্বালিয়ে শীত নিবারনের ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। শিশু ও বৃদ্ধরা শীতে যুবুথুবু হয়ে পড়ছে। সরকারী ভাবে বোদায় শীতবন্ত্র বিতরণ করলেও তা অপ্রতুল। গরীব শীতার্থদের মাঝে বেসরকারী কিছু এনজিও সংস্থা ও ব্যাক্তিগত শীত বস্ত্র্র নিয়ে পাশে দাঁড়িয়েছে তাও যৎসামান্য।