মোঃ নুরেহাবিব সোহেল,বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ শান্তি ও সোহার্দের মধ্যদিয়ে বোদায় শুভবড় দিন পালিত হয়েছে। খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বোদার পুঁটিমারীর প্রধান গীর্জায় বড়দিনের ধর্মীয় উৎসব শুরু হয় সকাল ১০ টায়। ফাদার সিলাস কুজুরের আগমনে গীর্জায় আগত খ্রীষ্টান পরিবারের সদস্যদের মাঝে উৎফুলতা বিরাজ করে। বড়দিনের প্রথমার্দ্ধে ছিল ধর্মীয় উৎসবের র্যালী,ধর্মীয় প্রার্থনা। বড়দিনের উৎসব দেখতে আসা সকল সম্প্রদায়ের লোকজনের পদচারণায় উৎসব স্থল মিলন মেলায় পরিনত হয়। বড়দিনের উৎসবে আগত খ্রীষ্টান ধর্মের শিশু কিশোররা এই দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বলে জানান। পাউলুশ বাস্কে জানান,তিনি বড়দিনের উৎসবে ফাদারকে সালাম জানাতে এসেছেন। এখানে তাদের গ্রামের আরও ৩১টি পরিবার অনুষ্ঠানে যোগ দিয়েছে। বড়দিনের আনন্দ মেলায় সর্বশ্রেণীর মানুষ এসে জানান দিয়েছে এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির। ধর্ম যাই হোক আমরা একই বাংলা মায়ের সন্তান। অন্যদিকে বোদা পাথরাজ তালিখা কুমিতে বড়দিনের কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। কেক কাটেন পালক জেকব। এসময় উপস্থিত ছিলেন মাস্টার অনুকুল রায়।
পঞ্চগড়ের বোদায় বড়দিন পালিত
Please follow and like us: