শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ের সরকার পাড়ায় ফেনসিডিলের ব্যবসা রমরমা

পঞ্চগড় প্রতিনিধি : মামলা-মোকদ্দমার ফাঁক ফোকর থেকে বেরিয়ে পঞ্চগড়ে অবৈধ ফেনসিডিলের ব্যবসায়ীরা আবারো বেপরোয়া হয়ে পড়েছে। আইন প্রয়োগকারীর সংস্থার কতিপয় ব্যক্তিকে ম্যানেজ করে তাদের ব্যবসা চালিয়ে আসছে বলে স্থানীয় সূত্রগুলি জানায়।পঞ্চগড় শহরের সন্নিকটে কামাত কাজলদিঘী ইউনিয়নের সরকারপাড়ায় গড়ে ওঠেছে ভারতীয় রমরমা ফেনসিডিলের ব্যবসা।এখানকার চিহ্নিত অবৈধ ফেনসিডিলের ব্যবসায়ীরা মোবাইল ফোন এর মাধ্যমে বিকাশে টাকা গ্রহন করে ফিরতি মোবাইলে ফোন দিয়ে নিদিষ্ট স্থান যেমন; আম গাছ, কাটাল গাছ,আখের গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছে বেঁধে ও লুকিয়ে রেখে আসেফেনসিডিল। পরে মাদক আসক্তরা যথাস্থানে গিয়েসেগুলি সংগ্রহ করে থাকে। এটি বর্তমানে নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিডিয়ায় এধরনের প্রতিবেদন প্রকাশ পেলে গত এক বছরে আইনশূংখলা বাহিনী কিছুটা তৎপরতা দেখায়। মাঝে মধ্যে রম্নটিন ওয়ার্ক’র ভিত্তিতে ধীরগতির অভিযান চালিয়ে ২/৪ বোতলফেনসিডিল উদ্ধার ও মামলা দায়ের করলেও ফেনসিডিলে ব্যাপকতা সর্বত্র রয়ে গেছে। জানা গেছে, ইতিপূর্বে ফেনসিডিলের অবৈধ ব্যবসার সাথে যারা জড়িত ছিলেন তাদের নিকট হতে মাসে হাজার হাজার টাকা চলেযেত কিছু আইনপ্রযোকারী সংস্থার ব্যক্তির পকেটে।তারা ও এটিকেপূঁজি করে আয় হিসেবে পকেট ভারী করতো। মিডিয়ায় লেখালেখির কারনে এরা অনেকটা সর্তক হয়ে আছেন।তবে এখনো বন্ধ হয়নি এই অবৈধ ব্যবসা ওলেনদেন। এমনটাই মনে করছেন এলাকার লোকজন। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এক পুলিশ কর্মকর্তা ধামোর এলাকা হতে মাসে ফেনসিডিল ব্যবসায়ীদের নিকট হতে প্রায় ৫০ হাজার টাকা মাসোয়ারা আদায় করতো এমনটা শোনা যায়।ওই কর্মকর্তা নাকি নিজে তাদের বাড়ী বাড়ী গিয়েসেই টাকা আদায় করে থাকে।বর্তমানে এটি তার নিয়ন্ত্রনের বাইরে যাওয়ায় ওই কর্মকর্তার আয়ের পথটি কিছুটা বাধাগ্রস্থ। এদিকে পঞ্চগড় শহরের সন্নিকটে সরকারপাড়ায় ফেনসিডিলের ব্যবসা এখনো বেশ কিছু লোকের হাতে। জানা যায়, এ গ্রামে প্রায় ৩০ জনের অধিক ব্যক্তি এই ভারতীয় ফেনসিডিলের ব্যবসা করে আসছে।স্থানীয় জনপ্রতিনিধিরা ও এতে অতিষ্ঠ হয়ে পড়েছে।এবং তাদেরছেলে-মেয়েদদের নিয়ে চিন্তিত। সম্প্রতি ওই সরকার পাড়া গ্রামের হেলাল ও সালাম ফেনসিডিলসহ পুলিশের ধরা পড়ে জেল হাজতে যায়। এদের বিরুদ্ধে মামলা দুটি বিচারাধীন। আইনের ফাঁক-ফোঁকরথেকেবেরিয়ে আবারো এই অবৈধ ব্যবসা করে আসছে। সরকার পাড়ায় সরজমিনে গেলে এসব অভিযোগ জনসাধারন তাদের ধিক্কার দেয় এবং তাদের এ পথ থেকে সরে আসতে বলে। তবে হেলাল বলেন, আমি আগে সত্যি এসব ব্যবসা করতাম এখন করিনা। সূত্র জানায়, হেলাল এক সময় ঠিকাদারী প্রতিষ্ঠানে ছোট-খাটো কর্ম করতো। বর্তমানে সে মোটর বাইক ও পাকা বাড়ীর মালিক। এছাড়া সালাম জানায়,আমার বিরুদ্ধে মামলা আছে। তবে বর্তমানের কথা বললে নিরম্নত্তর থাকেন।এছাড়াও ওই এলাকার জনৈক, তহিদুল, রাসেল ওসাদ্দাম সহ অনেকে এই ব্যবসার সাথে ঝুকে আছে। তারা মোবাইল ফোনে বিকাশেলেনদেন করে ব্যবসা করছে। স্থানীয়রা সচেতন মানুষ বলছেন, তাদেরছেলে-মেয়েদের বিয়ে সাদী দিতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন। জানাযায়, চাকলাহাট সীমান্তের চিহ্নিত চার ব্যক্তি এই সরকার পাড়ায় বড় বড় ফেনসিডিলের চালান সরবরাহ করে থাকে। ওই সরকার পাড়ায় ফেনসিডিল ব্যবসা জমে ওঠায় সম্ভান্ত্র পরিবারসেখানে আত্নীয়তা করতে গিয়ে ফিরে আসছেন বলে জানা যায়।ফলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ওই এলাকার সচেতন সমাজ।