বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ের সীমান্তে বিএসএফের গুলি : আতঙ্কে গ্রামবাসী

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসফের ফাঁকা ২ রাউন্ড গুলি, আতঙ্কে গ্রামবাসী। উপজেলার মন্ডলপাড়া গ্রামে রবিবার রাত ৮টার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের মেইন পিলার ২৯ এর ৩এস সাব পিলার বরাবর জিরো লাইন অতিক্রম করে এসে গ্রামবাসীদের উদ্দেশ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি। খবর পেয়ে ভজনপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনা স্থলে ছুটে যায় এবং তাৎখনিক বিজিবির পক্ষে সীমান্তে কড়া অবস্থান নেওয়া হয় বলে জানা গেছে।
গ্রামবাসী আইজুল হকের পুত্র বাবু, আমিরুল হকের স্ত্রী রশিদা বেগম ও আজিজার রহমান জানান, রাত ৮টার সময় ভারতীয় বিএসএফের ৩জন সদস্য গ্রামের কাছে এসে ফাঁকা ২ রাউন্ড গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় গ্রামের অবস্থানরত মহিলা, শিশুরা দ্রুত গ্রামছেড়ে অন্যত্রে আশ্রয় নেয়। গ্রামের পুরুষরা খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসলে দেখতে পায় ভারতীয় বিএসএফের একটি গাড়ি তারকাটার বেড়া অতিক্রম করে জিরো লাইনে এসে ওই ৩জন বিএসএফকে নিয়ে যেতে দেখে। এর পর বিজিবির সিও লে. কর্ণেল আরিফুল ইসলাম ও বিজিবির সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করলে আতঙ্কিত গ্রামবাসী গ্রামে ফিরে আসে। এর পরে গ্রামবাসীরা এক হয়ে হাতে বাঁশ নিয়ে গ্রাম পাহাড়া দিতে দেখা যায়। এ ঘটনায় ভজনপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. শাহিনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফের এই উদ্দেশ্য প্রনিত আচরণ ও সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে গুলি ছোড়া কড়া প্রতিবাদ জানিয়ে সোমবার ফ্লাগ মিটিং ডাকা হবে।

Spread the love