‘অগ্রগতির মূলকথা নারী পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রশাসনিক কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মীসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র্যালী শেষে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামসুুল আজম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ মোজাম্মেল হক, জেলা শিক্ষা অফিসার জীবধন বর্মন, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক আবু তোয়াবুর রহমান। বক্তারা নারী-পুরুষ বৈষম্য দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে অডিটোরিয়াম চত্ত্বরে এক মেলার আয়োজন করা হয়। মেলায় জেলার কর্মরত এনজিও সমূহসহ বিভিন্ন সামাজিক ও মহিলা সংস্থা প্রদর্শনী স্টল দিয়ে নারী ক্ষমতায়ন ও বৈষম্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এর আগে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংতার বিরুদ্ধে রুখে দাড়াও এই স্লোগানকে সামনে রেখে অধিকারের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
Please follow and like us: