
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ইমাম আলেম ওলামাদের মানববন্ধন গত বুধবার সন্ধায় পঞ্চগড়-২ আসনের সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এর বোদা উপজেলার ময়দানদিঘী বাজারের মিল চত্বরে অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের ইসলামকি ফাউন্ডেশনের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক রাজিউর রহমানের স্বেচ্ছাচারী, দুনীতি ও ধমীয় ইমাম আলেমদের লাঞ্চিত করা সহ তার ঔর্দ্ধাতপুর্ণ আচরনে ডিডির দ্রুত অপসারনের দাবীতে সংক্ষুব্ধ ইমাম আলেমগন ফুঁসে উঠেছে। ইফার স্থানীয় ও জাতীয় কর্মসুচী উৎযাপনে গ্রহীত সিদ্ধান্তে বিশিষ্ট আলেম ইমাম ও ওলামালীগের নেতৃবৃন্দের মতামত ও পরামর্শকে অবজ্ঞা করে অনেক ক্ষেত্রে আলেমদের তিরস্কার ও অশোভন আচরন করে নিজের স্বেচ্ছাচারী কর্মকান্ড পরিচালনা করছেন। প্রকৃত ইমাম নয়, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত এমন ব্যক্তিদের ইমাম প্রশিক্ষণে পাঠিয়ে কল্যান ট্রাষ্টের টাকার অপব্যবহার করেন। এবং তাদেরকে বিভিন্ন ভাবে পুরস্কৃত করেন। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অনেক দক্ষ মেধাবী শিক্ষকদের বাদ দিয়ে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা কারী বর্তমান সরকারের ভাবমুত্তি ক্ষুন্নকারীদের ইতিপুর্বে নিয়োগ দিয়েছেন এবং নিয়োগের পায়তারা চালাচ্ছেন। তাকে ইতিপুর্বে স্ট্যান্ড রিলিজ করলেও উপরে তবদীর করে আবার পঞ্চগড়ে চলে আসেন। তার অন্যত্র বদলির জন্য ইমাম সমিতির সভাপতি গাজিউর রহমান সহ বিভিন্ন আলেম সমাজ ইফার মহাপরিচালকের বরাবরে প্রেরণ করা হলেও এ যাবত কোন কাযকরী ব্যবস্থা গ্রহন করেননি কতৃপক্ষ। সন্ত্রাসীমুলক কার্যক্রমের সাথে জড়িত এমন ইমামদের মাননীয় প্রধানমন্ত্রীর ইমাম সম্মেলনে প্রেরণ করেন। যা পরবর্তীতে তাদের বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলার সমপৃক্তের প্রমান পাওয়া গেছে। উল্লেখ সংক্ষদ্ধ আলেম ও ইমামদের বিক্ষোভ ও মানববন্ধনের উদ্ভুদ পরিস্থিতির অবস্থা অবলকোনে আলেম ও ওলামা নেতৃবৃন্দ এবং ইফার ভারপ্রাপ্ত ডিডি রাজিউর রহমানকে সংসদ সদস্যের বৈঠক খানা বেলতলায় দ্বিপক্ষিয় দাবী ঘটনার কথা প্রকাশ্যে উপস্থিত সাক্ষ্য গ্রহন করেন। এবং ইফার ডিডি কর্তৃক আলেমদের লাঞ্চিত করার ঘটনায় পঞ্চগড় -২ আসনের এমপি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে উদ্ভুদ পরিস্থিতি নিরসন করেন এবং উক্ত উপ-পরিচালকের অন্যত্র বদলীকরার আশ^াস দিয়ে আলেম ইমামদের আশস্বত করেন।