পঞ্চগড়ে দশম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আবু রাসেল (২৫) নামে যুবকের ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত আবু রাসেল পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের ইউনুস আলীর পুত্র। রাসেল দীর্ঘদিন থেকে গড়িনাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। খবর পেয়ে পঞ্চগড় থানাপুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে হাতেনাতে রাসেলকে আটক করে। উপ-সহকারী কমিশনার ভূমি ইলিয়াস মেহেদি ভ্রাম্যমান আদালতে ৫০৯ ধারায় তাকে এক ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
Please follow and like us: