বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনে উপ-পরিচালক রাজিউর রহমানের স্বেচ্ছারিতা ও র্দূব্যাহারে প্রশাসনিক কার্যক্রম স্থবির

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রাজিউর রহমানের আচরণ ও স্বেচ্ছাচারী কর্মকান্ডে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তার স্বেচ্ছাচারী ও অসৎ আচরণের অতিষ্ঠ হয়ে জেলার আলেম সমাজ ইফার কার্যক্রমে সক্রিয় ভুমিকা পালন করতে পারছে না। এতে সরকারের কর্মসূচিও সফলভাবে বাসত্মবায়ন হচ্ছে না। চলতি দায়িত্বে থাকা এ উপ-পরিচালক প্রসাশনিক কার্যক্রমের বাইরে নিম্ন স্তরের কর্মচারিদের নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। তার ব্যক্তিগত কাজ না করলে খারাপ আচরণ করছেন। কর্মসূচির বাইরে নিজের ইচ্ছামত কর্মসূচী সাজিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। জেলার প্রত্যন্ত অঞ্চলে ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক স্কুল, পাঠাগার ও রিসোর্চ সেন্টার পরিচালনায় নিযুক্ত শিক্ষক কর্মচারীদের অহেতুক অশ্লিল ভাষায় তিরষ্কার ও অবিভাবকদের সাথে দুর্ব্যবহার সহ পাঠাগার ও শিক্ষার উপকরনাদি সরবরাহে নানান অনিয়ম করে ইফার ভাবমূর্তি ক্ষুন্ন করছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত এ সংগঠনের আসল উদ্দেশ্য ভিন্ন খাতে প্রবাহিত করে মৌলবাদী ভাবধারায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ উপ-পরিচালকের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে পঞ্চগড় জেলার ইমাম ও ওলামা সমিতির সভাপতি মাওঃ গাজিউর রহমান ধর্ম বিষয়ক মন্ত্রীর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উলেস্নখ্য ইতি পূর্বে বিভিন্ন অভিযোগে উপ-পরিচালক রাজিউর রহমানকে অন্যত্র বদলি করা হলেও উপর মহলে তদবির করে পুনরায় পঞ্চগড়ে আসেন, ফলে তার ঔর্ধত্বপূর্ণ আচরন আরো তিব্রতর আকার ধারন করেছে। এদিকে প্রায় দেড় যুগ ধরে একই স্থানে থাকা অফিস সহকারী আনিছুর রহমান,বিভিন্ন ভাবে ওই উপ-পরিচালকের সাথে আতাত করে তাঁর পরিবারে স্ত্রী ও বোন,শ্যালিকা সহ চার জন ব্যাক্তি ইফায় চাকরী করছেন। পঞ্চগড়ে ইলামিক ফাউন্ডেশন তথা বর্তমান সরকারের ভাবমূর্তি রক্ষায় উপ-পরিচালক রাজিউর রহমানকে অন্যত্র বদলি করার জন্য আলেম সমাজের পক্ষ থেকেও মহা-পরিচালকের বরাবরে আবেদন করা হয়েছে। জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এ প্রতিবেদককে জানান,উপ-পরিচালক রাজিউর রহমানকে পঞ্চগড় থেকে বদলী করা না হলে কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে । এ ব্যাপারে পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রাজিউর রহমানের মোবাইল ফোনে যোগোযোগের চেষ্টা করা হলে বার বার ব্যসত্ম থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।