শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে একটি মাদ্রাসায় ছাত্র-ছাত্রী না থাকলেও বেতননেওয়া হচ্ছে

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: মাদ্রসাটিতে ছাত্র নেই, ছাত্রী নেই, তাই ক্লাসও নেই । তবু বেতন হচ্ছে। আবার সেটিতে একটি এনজি’র প্রাক-পারথমিক বিদ্যালয়ের শিক্ষাদান করা হচ্ছে। রয়েছে তাদের নামের সাউনবোর্ড । ভাড়া মাসে দুইশত টাকা বলে জানা গেছে। তবে ওই প্রতিষ্ঠানটিতে থাকার কথা মাদ্রাসার নামের সাউনবোর্ড ।এনিয়ে এলাকায় কৌতুহলে শেষনেই।জানা যায়,বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে অবস্থিত উক্ত মাদ্রাসাটির। মাদ্রসাটি দৌলতপুর এবতেদায়ী স্বতন্ত্র নামে পরিচিত।মাদ্রাসা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হলেওবেতনভুক্ত হয় ২০০৬ সালে বলে জানাগেছে।ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন গনি ও সহকারী শিক্ষকমোঃ আব্দুল লতিফ দায়িত্বে থাকলেও কখন ক্লাস হয়েছে কিনা তা জানাবেশ দূষ্কর ব্যাপার।এব্যাপারে প্রধান শিক্ষক জানান, কি করবো ছাত্র ছাত্রীনেই। বেতনও কম।তিনি এও বলেন, বছরে বহিরাগতদের নিয়ে পঞ্চম পরীক্ষানেই। এদিকে প্রাক-প্রাথমিক শিক্ষাদানকারী এনজিও’র পরিচালক’র সাথে কথা তিনিও বিষয়টি নিয়েবেশ হতবাক হোন।তিনি বলেন, আমি মাসে ঘরের মালিককে মাসে দুইশত টাকা দিয়ে প্রতিষ্ঠানটি চালাই।তবেসেখানে গিয়েদেখা গেছে ঘরটিতে লেখাপড়া করার মতো পরিবেশনেই। খর, আর ময়লা আবর্জনা দিয়ে ভর্তি ঘরের মেঝোটি। বিষয়টি হতবাক হওয়ার মতো।স্থানীয় প্রশাসনের