রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির কর্মবিরতি

বেতন বৃদ্ধি ও পদবী পরিবর্তনের দাবিতে পঞ্চগড়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন পঞ্চগড় কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি। আজ সোমবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুই ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করে সমিতির সদস্যরা। জানা যায়, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড় জেলা কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির ৩য় শ্রেণীর কর্মচারীরা এই কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। এ সময় পঞ্চগড় কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হাজীর উদ্দিন সহ অন্যন্য সদস্যরা তাদের বেতন বৃদ্ধি ও পদবী পরিবর্তনের জোর দাবি জানান।