বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কিটনাশক পানে নিহত ১ : অসুস্থ ৩

পঞ্চগড় জেলা সদরের চাকলাহাট প্রধান পাড়ায় চা ভেবে কিটনাশক পান করে একই পরিবারে নিহত ১ অসুস্থ আরও ৩ জন হয়েছেন। আজ সোমবার সকালে পরিবারের গৃহীনি জরিনা বেগম  চা  বানাতে গিয়ে ভুল করে চা পাতির পরিবর্তে ফুরাডান নামক কিটনাশক দিয়ে চা তৈরী করে। এই চা পান  করে পরিবারের কর্তা আতাহার আলী (৭০) ঘটনা স্থলেই প্রান হারায়। পরিবারের অন্য তিন সদস্য কুলছার (২৫) কুলজান (৩০) ও  জরিনা (৪৫) নিজে গুরুতর অসুস্থ হয়ে পড়লে। স্থানীয়রা তাদের পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করান।