শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে গবাদিপশু পালন করে অনেকেই এখন স্বাবলম্বী হচ্ছে

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ  বোদা উপজেলা সহ পঞ্চগড় জেলায় গবাদিপশু গরু ছাগল ও গাভী পালন করে অনেকেই স্বাবলম্বী হয়ে উঠেছে। উপজেলা ঘুরে গবাদিপশু পালনকারীদের সাথে কথা বলে জানা গেছে তারা এখন অনেকেই স্বাবলম্বী। এ উপজেলায় ছোট, বড় ও মাঝারি ধরনের বেশ কিছু গরুর খামার গড়ে উঠেছে। এসব গরম্নর খামারের পাশাপাশি উপজেলার প্রত্যমত্ম অঞ্চলগুলোর নিজস্ব উদ্যোগে গবাদি পশু পালন করা হচ্ছে। অনেক গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে বাজার থেকে ছোট ছোট গরু ও ছাগল ক্রয় করে বাড়িতে লালন পালন করছেন। বর্তমান বাজারে গরু ও ছাগলের দাম ভাল থাকায় গবাদিপশু পালনকারীরা লাভবান হচ্ছে। অনেকে গাভী পালন করে লাভবান হচ্ছেন। কারণ গাভী থেকে দুধ বিক্রি সহ গাভীর বাচ্চাটি থেকে আরো বেশি লাভবান হওয়া যায়। অনেকে গাভী পালন করে নিজেদের দুধের চাহিদা মিটিয়ে অন্যান্যের চাহিদা পুরণ করছেন। অনেকে গরম্ন মোটাতাজা করণ করছেন। গরম্ন মোটাতাজা থাকলে বাজারে এর মুল্য বেশি থাকে। অনেক খামারী সহ গবাদিপশু পালনকারীরা বলেন, বর্তমানে এ অঞ্চলে বেশি ঘাস পাওয়া যায় না। অনেক আগে অঞ্চল গুলোতে প্রচুর পরিমাণে ঘাস থাকতো। তখন মানুষজন তাদের জমিগুলো একটি ফসল আবাদ করলে ফেলে রাখতো। এখন আধুনিক কৃষি প্রযুক্তির যুগে মানুষজন কোন জমি ফেলে রাখে না। কেউ কেউ একটি জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন করছেন। এ অঞ্চলের একমাত্র গবাদি পশুর খাদ্য হয়ে দাড়িয়েছে ধানের খড়। বেশি বেশি গবাদিপশু পালন করায় বর্তমানে খড়ের বাজার মুল্য বেড়ে গেছে। এ ব্যাপারে বোদা পৌর শহরের সর্দারপাড়া গ্রামের খামারী তোফাজ্জলের সাথে কথা বললে তিনি জানান, আমি ৬টি গাভী ও ৪টি গরম্ন সহ মোট ১০টি গরম্নকে লালন পালন করছেন। গাভীগুলো বর্তমানে বাছুর (মা) হওয়ার অপেক্ষায়। তিনি গবাদিপশু পালনে সরকারি ভাবে কোন সাহায্যে সহযোগিতা কোনদিন পাননি। আরো কথা হয় মাড়েয়া ইউনিয়নে প্রধানপাড়া গ্রামের গবাদিপশু পালনকারী সারোয়ার আলম প্রধানের সাথে, তিনি তার বাড়িতে একটি খামার গড়ে তুলেন। এতে ১০টি গরম্ন আছে। এর মধ্যে তারও ৫টি গাভী আছে। তিনিও সরকারি ভাবে কোন সাহায্যে সহযোগিতা পাননি। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অনেক খামারী আমাদের সাথে যোগাযোগ করেন। ওষুধ পত্র সহ বিভিন্ন রোগের ভ্যাকসিন নিয়ে যান, আমরা গবাদিপশু লালন ও পালনকারীদের বিভিন্ন ধরণের পরামর্শ দিয়ে থাকি। তিনি বলেন গবাদিপশু পালন একটি লাভজনক ব্যবসা। সরকারি যদি ভুত্তকী সহ ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে এবং ও পযাপ্ত ওষুধ সরঞ্জামাদির ব্যবস্থা করতে পারেন তাহলে গবাদিপশু পালনে মানুষজন আরো আগ্রহী হয়ে উঠবে। তিনি আরো বলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসে লোকবলের অভাব। উপজেলা প্রাণিসম্পদ অফিসে ভেটেরিনারি মাঠ  সহকারী ৩টি পদ দীঘদিন থেকে শুন্য রয়েছে এছাড়াও উপজেলা প্রাণীসম্পাদ সহকারীর পদটিও শুন্য রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসে পর্যাপ্ত লোকবল থাকলে মাঠ পর্যায়ে সুন্দর ভাবে কাজ করা যায় এবং মানুষজন ঠিকমত সেবা পেলে গবাদিপশু পালনে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে।