বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ঘনঘন লোডশেডিং

পঞ্চগড়ে গত ১মাস হতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ । বৈশাখের ভয়াবহ তাপদাহের সাথে পাল্লা দিয়ে বিদ্যুতের লোডশেডিং বেড়েই চলছে। দফায় দফায় বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে পঞ্চগড় শহর হতে ভজনপুর পর্যন্ত ২৫ কি:মি: এলাকার সাধারণ মানুষ। লোড শেডিংয়ের ফলে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমের স্থবিরতা নেমে এসেছে। এসব এলাকার মানুষের অভিযোগ দ্রুত বিদ্যুৎ সর্বরাহের জন্য অফিসে বার বার ফোন করা হলে, কেন্দ্র থাকলেও ফোন ধরার মত অফিসে কেউ নেই। পঞ্চগড় হতে ভজনপুর পর্যন্ত ঘন ঘন লোডশেডিং অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকা বাসী। সারা দিনে ঠিক মত ৪/৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় না।গত ৬ দিন হতে ১৪৪ ঘন্টায় ৩০ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়নি । আর যে সময় বিদ্যুৎ পাওয়া গেছে সে সময় বিদ্যুৎ নির্ভরশীল মানুষের তা কোন কাজে আসেনি ।
এ অবস্থা চলতে থাকলে ২৫ কি:মি: এলাকার প্রায় ৫০ হাজার বিদ্যুৎ নির্ভরশিল মানুষ কর্মহীন হয়ে পরবে । এ বিষয়ে পঞ্চগড় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করাহলে অফিস কর্মকর্তারা জানান ৬ দিন আগে ঝরে কিছু কিছু জায়গায় সমস্যা ভালো ভাবে এখনো সমাধান করা যায়নি ।