মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক মুক্তিযোদ্ধা

মোঃ এনামুল হক পঞ্চগড় থেকে ঃ পঞ্চগড়ে এক মুক্তিযোদ্ধা মোঃ বয়জুল রহমান চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাহিবুজোত গ্রামের মৃত নমির উদ্দীনের ছেলে স্বাধীন দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধা মোঃ বয়জুল রহমান চিকিৎসার অভাবে দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার মুক্তিযোদ্ধা সনদ নং-৯৪৩৪৫,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তালিক নং ৭৯৯ এবং জেলার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা তালিকায় ১৫৪ নম্বরে তার নাম রয়েছে। তিনি দেশ ও মাতৃভাষা রক্ষায় ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে দেশ স্বাধীন করেন। আজ তিনি নিজের জীবন রক্ষায় মানুষের দোরপ্রান্তে। সামান্য মুক্তিযোদ্ধা ভাতায় কোন মতে তার সংসার চলে। চিকিৎসা করতে সামান্য সম্বলটুকু বিক্রি করে আজ তিনি নিরুপায়। ব্যয় বহুল চিকিৎসার খরচ যোগাতে হিমছিম খাছে তার পরিবার। এরই মধ্যে ১ ছেলে মাসর্টাস পাশ করে অর্থের অভাবে তার পড়া-লেখা বন্ধ হয়ে গেছে। তার স্ত্রী জবেদা খাতুন ও ছেলে মোঃ জসিমউদ্ধীন কান্না কন্ঠে এ প্রতিবেদকে জানান, প্রায় দশবছর ধরে বয়জুল রহেমান ব্রেন ষ্টোকে অসুস্থত হয়ে বিছানায় পড়ে আছেন। অভাব অনটনের সংসারে মুক্তিযোদ্ধার ভাতার টাকা দিয়ে সংসার চললেও  তার চিকিৎসার খরচ এ চলেনা। এখন তার সু চিকিৎসার জন্য প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন বলে তার চিকিৎসক জানান।

রংপুরের ডা. ইমদাদুল হক বলেছেন তার শাররীক অবস্থা ভালো নয়। তাকে বাচাঁতে হলে সু চিকিৎসার প্রয়োজন। এ জন্য তাকে ভারতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হওয়ার সম্ভবনা রয়েছে। অসহায় এ পরিবারে পক্ষে মুক্তিযোদ্ধা মোঃ বয়জুল রহমানকে ভারতে নিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। অসুস্থ্য মুক্তিযোদ্ধা কে বাচাঁতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন তার পরিবার।