পঞ্চগড়ের মানিকপীর ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্র নুর আলম (১৩) নিখোজ হওয়ার ৫ দিন পর লাশ হয়ে ফিরল। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার ব্যাংহারী ইউনিয়নের পাম নদীর ব্রীজের নিচে মো. নুরুন্নবী (১৫) নামে এক ছাত্রের লাশ পাওয়া গেছে। সে একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সে গত বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সন্ধা থেকে নিখোঁজ ছিল। অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায় নি। এ বিষয়ে সড়ল পিতা মাতা থানায় কোন অভিযোগ করেনি। এলাকাবাসী মঙ্গলবার সকালে ব্রীজের নিচে লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন কে জানায়। বিষয়টি থানায় অবহিত করার পর পুলিশ লাশ উদ্ধার করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজনুর রহমান জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
পঞ্চগড়ে ছাত্রের লাশ উদ্ধার
Please follow and like us: