বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ছোট পরিবার ধারণার উন্মেষ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

Ponchgorপঞ্চগড়ে জেলা পর্যায়ে ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএসসি ও নবজাতকের যত্ন বিষয়ক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১ টার সময় পঞ্চগড় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম শাখার উদ্যোগে ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এ্যাড. আবু বক্কর সিদ্দিক ও জেলা সিভিল সার্জন ডা. মোঃ মোজাম্মেল হক। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় পঞ্চগড় জেলার প্রেস, ইলেক্ট্রনিক ও নিউ মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। কর্মশালায় ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএসসি ও নবজাতকের যত্ন বিষয়ে নানা তথ্য উপস্থাপন করা হয়। বক্তারা পরিকল্পিত পরিবার গঠনে সকলকে সচেতন করার জন্য সাংবদিকগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

Spread the love