বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জাতীয় যুব দিবস-২০১৫ উদযাপিত

এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি : “জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ ২০৪১- এ উন্নত বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে পঞ্চগড়ে জাতীয় যুব দিবস-২০১৫ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে পঞ্চগড় সার্কিট হাউজ থেকে একটি র‌্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষে হয়। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, । যুবরীনের চেক,   যুবকল্যাণ তহবিলের অনুদানের চেক, সনদ পত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‌্যালীতে বিভিন্ন সরকারী-বেসরকারী জিও এনজিও সহ জেলায় কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় যুব উন্নয়নের উপ-পরিচালক আবুল হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, জেলা মৎস কর্মকর্তা আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব ও প্রশিক্ষণ কো-অডিনেটর মোস্তফা কামাল। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মহীলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও অগ্রণী মহিলা সমিতির পরিচালক মনিরা পারভিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে ১০ জন প্রশিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে যুবরীন, সনদ, ৫টি এনজিও কে ২০হাজার টাকা ও ১টি এনজিওকে ২৫ হাজার টাকার এককালিন চেক প্রদান করেন। সর্বশেষে জাতীয় যুব দিবস উপলেক্ষে কবিতা ও রচনা প্রতিযোগীতায় ছয় জন প্রতিযোগীকে পুরস্কৃত করেন। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন পরস্পরের পরিচালক আক্তারুন নাহার সাকি।