পঞ্চগড়ে পালিত হয়েছে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় পঞ্চগড় সার্কিট হাউস চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা অডিটোরিয়াম চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করে। র্যালী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর এর সভাপতিত্বে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এ্যাড. আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সামসুল আযম, সিভিল সার্জন ডা. মোঃ মোজাম্মেল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট , জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমানসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমী আয়োজিত চিত্রাংকন প্রতিযোগতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।