
এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) এর ৪৩ তম প্রতিষ্ঠাবাষীকি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা জাসদ বিভিন্ন কর্মসূচী পালন করে। আজ ৩১ শে অক্টোবর (শনিবার) দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়। সকাল ১০.৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে শহীদ কর্ণেল আবু তাহের (বীর উত্তম) এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। এর পর একটি বনাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কেন্দ্রীয় জাসদের সহ-সাধারণ সম্পাদক এমরান আল-আমিন, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল , প্রথম আলোর সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে জাসদ জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম, জেলা জাসদের দপ্তর সম্পাদক শেখ সাজ্জাদ, জাতীয় যুব জোটের সভাপতি সাজ্জাদ আলম ভুট্টো, পৌর জাসদের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম পাটোয়ারী, জাসদ ছাত্রলীগের সভাপতি মফিাদার রহমান বাবু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম বসুনীয়া বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, যতদিন বাংলার মাটি থেকে জঙ্গীবাদ উৎখাত হবে না ততদিন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সংগ্রাম চলবে। প্রতিষ্ঠাবার্ষীকিতে জেলা ও উপজেলার সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।