সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ট্রাক চাপায় যুবক নিহত

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় ট্রাক চাপায় সোহেল রানা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধায় তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল রানা ওই উপজেলার শালবাহান ইউনিয়নের খুটাগছ গ্রামের সুবেদ আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা  যায়, বৃহস্পতিবার সন্ধায় মাঝিপাড়া বাজার এলাকায় তেঁতুলিয়া মহা-সড়ক পাড় হওয়ার সময় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একটি ট্রাক চাপা দিয়ে ঘটনাস্থলেই সোহেল রানা মৃত্যুবরণ করেন। সে ভজনপুর ডিগ্রি কলেজের স্নাতক (ডিগ্রি) প্রথম বর্ষের ছাত্র। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘন্টা মহা-সড়ক অবরোধ করে রাখে।

Spread the love