
পঞ্চগড় প্রতিনিধি : সবার জন্য শিক্ষা নিশ্চিত করণে তথ্য অধিকার আইন শীর্ষক দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী সাহিত্য সংস্থা এ মতবিনিময় সভার আয়োজন করে।
শনিবার সকাল ১১টায় পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে শুরু হওয়া মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশসক (রাজস্ব) শামছুল আযম প্রধান তিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপ-সচীব মো. রফিকুল হাসান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার চেয়ার ম্যান ও নারী নেত্রী রেজীয়া ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা তথ্য অফিসার মো. শরিফুল ইসলাম, গণসাক্ষরতা অভিযানের কার্যকরী কর্মকর্তা আব্দুল কুদ্দুস প্রিন্স, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান মনিশংকর দাস গুপ্ত, পল্লী সাহিত্য সংস্থর নির্বাহী পরিচালক হারুন অর রশিদ প্রমুখ। সভায় শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক, সাংবাদিক, ইমাম- পুরোহিতসহ শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার অধিকার, মান সম্মত শিক্ষা ও তথ্য অধিকার আইনের মূল বৈশিষ্ট্যসমুহ নিয়ে আলোচনা করা হয়।