রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের তান্ডব

পঞ্চগড় তেঁতুলিয়া কাশিমগঞ্জ সীমান্তে, পাথর উত্তোলনকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে গুলি ও বাংলাদেশীদের বাড়ী ঘর তল্লাশী সহ মারপিট করেছে ভারতীয় ফাঁসীদোহা বিএসএফ ক্যাম্পের সদস্যসহ ভারতীয়রা। স্থানীয়রা জানায়, গতকাল রবিবার সকাল ১০ টায় সীমানা পিলার ৪৪৮ অতিক্রম করে ভারতের ফাঁসিদোহা বিএসএফ ক্যাম্পের ১৫/১৬ জন সদস্য ও  শতাধিক ভারতীয় বাংলাদেশের কাশীমগঞ্জ গ্রামে প্রবেশ করে ১০/১২ রাউন্ড ফাকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি ও বাড়ী ঘর তল্লাশী করতে থাকে। এ সময়  বাংলাদেশীরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা তাদের মারধর করে বাড়ীঘর ভাংচুর ও মালামাল লুটপাঠ করে ভারতে ফিরে যায়। খবর পেয়ে গোয়াগছ বিজিবি ফারির সদস্যরা ঘটনা স্থলে এসে বিএসএফদের ফেলে যাওয়া ম্যাগজিন উদ্ধার করে। বিএসএফ এর গুলি ও মারপিটে ২ জন বংলাদেশী গুরুতর আহত হলে তেতুলিয়া হাসপাতালে ভর্তি হয়।
পঞ্চগড় ১৮ ব্যাটেলিয়ন সিও লে. কর্নেল আরিফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাংলাদেশের কয়েক জন শ্রমিক  ভারতের অভ্যান্তরে মহানন্দা নদীতে পাথর তুলতে গেলে বিএসএফ তাদের ধাওয়া করে সীমানা পিলার ৪৪৮ অতিক্রম করে বাংলাদেশের অভান্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছোড়ে এবং বাড়ীঘর তল্লাশীসহ কয়েকজনকে মারপিট করে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে ভারতের কিষানগঞ্জ ৬৬ ব্যাটেলিয়নে প্রতিবাদ জানানো হয়েছে।

Spread the love