পঞ্চগড়ে ১ম ফাল্গুন হতে দিনের বেলা শীত একে
বারে বিদায় নিয়েছে এমনি অনুভূতি হচ্ছে। ১ম
সন্ধা হতে পাহাড়ী হিমেল হাওয়া ও শীত কিছুটা
অনুভূতি শুরু হলেই মাঝ রাতে পুরোপুরি শীত
অনুভূতি হয়। রাতে কাথা, কম্বল ছাড়া ঘুমানো
যায় না। দিনের বেলা শীতের কাপর পড়ে
চলাফেরা করা যায় না। প্রচন্ড রোদ আর
ত্বাপদাহে গরমের অনুভূতি এতটাই বেশি যে
রোদ্রে দাড়িয়ে নিম্ন আয়ের শ্রমিকদের কাজ করা
অসম্ভব হয়ে পড়েছে।
এখন এ রকম রোদ বা ত্বাপদাহে পুরোপুরি গরম
পড়ে গেলে সব চেয়ে দূরভোগে পড়বেন সাধারন
নিম্ন আয়ের মানুষেরা। জেলার তেঁতুলিয়া
উপজেলায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ
হলেও তাতে কোন কার্যক্রম লক্ষ করা যাচ্ছে না।
অতএব, জেলার আবহাওয়া কখন কি অবস্থায়
থাকে সে বিষয়ে ইষ্পষ্ট করে সাংবাদিকদের পক্ষে
কোন কিছু ভালোভাবে লেখা সম্ভব হচ্ছে না।