বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দুই মাদকসেবীর কারাদন্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে দুই যুবককে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার রাত সাড়ে ১০ টায় পঞ্চগড় সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইলিয়াস মেহেদী এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন জেলার সদর উপজেলার পৌর খালপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে সালেক (৩০) ও একই এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে জেলা শহরের ধাক্কামার এলাকা থেকে মাদক সেবনের সময় ওই দুই যুবককে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় তাদের কাছ ৪ টি নেশা জাতীয় ইনজেকশন ও ৩ পুড়িয়া গাঁজা জব্দ করা হয়।
পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক পঞ্চগড় সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইলিয়াস মেহেদী ওই দুই যুবকের প্রত্যেককে  ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
পঞ্চগড় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ওই দুই মাদকসেবীর ১ বছর করে কারাদন্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।