পঞ্চগড় সদর উপজেলার জিয়াবাড়ি ও টেংনাপাড়া গ্রামে ৪ কিমি বিদ্যুৎ লাইনের উদ্বোধন নিয়ে সাবেক ও বর্তমান সাংসদের দ্বন্দ্বে ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির পঞ্চগড় জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবাশ্বের হোসেনকে অবরুদ্ধ করে রাখে সাবেক সাংসদ মজাহারুল হক প্রধানসহ তার সহযোগীরা। আজ শনিবার দুপুর ২ টার সময় ওই লাইনের উদ্বোধন নিয়ে বর্তমান ও সাবেক সাংসদের দ্বন্দ্বের জের ধরে সাবেক সাংসদ তার ৫০/৬০ জন লোক নিয়ে পঞ্চগড়ে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল কার্যালয়ে এসে ডেপুটি জেনারেল ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার জিয়াবাড়ি ও টেংনাপাড়া গ্রামের ৪ কিমি বিদ্যুৎ লাইনের অনুমোদন হয় সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান এর সময়। বর্তমানে কাজ শেষ হওয়ায় বর্তমান সাংসদ নাজমুল হক প্রধানের দ্বারা আগামীকাল রবিবার বিকেলে উদ্বোধন করার কথা রয়েছে।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবাশ্বের হোসেন জানান, উপরের নির্দেশে আমরা বর্তমান সাংসদ নাজমুল হক প্রধানের দ্বারা উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হয়। উদ্বোধনের চিঠিপত্র বিলি হওয়ার খবর শুনে সাবেক সাংসদ আজ শনিবার আমার অফিসে এসে আজই তাকে নিয়ে আমাকে ওই লাইন উদ্বোধন করতে বলে। কিন্তু আমি রাজি না হওয়ায় তারা আমাকে অবরুদ্ধ করে রাখে। তিনি আমাকে বলেন, আমার সময়ে ওই লাইনটির অনুমোদন হয়। তাই আমাকে দিয়ে উদ্বোধন করাতে হবে। অন্যথায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার দ্বারা উদ্বোধন করাতে হবে। কিন্তু বর্তমান সাংসদকে দিয়ে উদ্ধোধন করানো যাবে না। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে উদ্বোধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।