
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পাথর শ্রমিক ও ব্যবসায়ীদের দ্বন্দ্বে দুই দিন থেকে পাথর পরিবহন ও সরবরাহ বন্ধ রয়েছে। পাথর ও বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য পাথর বিক্রি, পরিবহন ও সরবরাহ বন্ধ ঘোষণা করে।
বুধবার দুপুরে পঞ্চগড় পাথর ও বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের কার্যালয়ে সংগঠনটির সভাপতি হাসিবুল হক প্রধান ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাচ্চু সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথর ব্যবসায়ী আব্দুল মান্নান, আব্দুল লতিফ, মনিরুজ্জামান, আবছার আলী, মাহবুবুর রহমান চৌধুরী, আবু সালেক, আবু শাহিন টুটুল। পঞ্চগড় থেকে পাথর সরবরাহ ও পরিবহন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কয়েক শতাধিক সাধারণ পরিবহণ শ্রমিকরা।
পঞ্চগড় পাথর ও বালি ব্যবসায়ীদের তিনটি সমিতির যৌথ ফেডারেশনের নেতারা জানান, ২০০৮ সালে পাথর ও বালি শ্রমিকদের সাথে চুক্তি অনুযায়ী প্রত্যেক শ্রমিক লোড আনলোড সিএফটি প্রতি মজুরি পাবে ১ টাকা ৩০ পয়সা। এরপর ২০১১ সালে এই মজুরি ১ টাকা ৬০ পয়সায় বৃদ্ধি করা হয়। ২০১৪ সালে শ্রমিকদের দাবির পেক্ষিতে ব্যবসায়ীরা আগের চেয়ে আরও ৩০ পয়সা মজুরি বৃদ্ধি করেন। এর সাথে শ্রমিকরা ট্রাক প্রতি জোর পূর্বক ৭’শ থেকে ৮’শ টাকা বকশিশ আদায় করেন। এতে প্রত্যেক শ্রমিক দৈনিক ৬’শ থেকে ৭’শ টাকা মজুরি পায়। কিন্তু তারপরও সম্প্রতি শ্রমিকরা ব্যবসায়ীদের হয়রানী করতে মজুরি বৃদ্ধির নামে আন্দোলন শুরু করে। তারা সিএফটি প্রতি ৩ টাকা ৫০ পয়সা মজুরি দাবি করে বসে। কিন্তু ব্যবসায়ীরা তাদের দাবিতে সিএফটি প্রতি ২ টাকা ২০ পয়সা মজুরি বৃদ্ধি ঘোষণা দিলেও শ্রমিকরা তা মানছে না। তাই নিরুপায় হয়ে ব্যবসায়ীরা গত ২১ জুন থেকে পঞ্চগড়ে পাথর ও বালি পরিবহন, বিক্রি ও সরবরাহ বন্ধ করে দেয়। শ্রমিকদের সাথে সমঝোতা না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলেও সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। পাথর ব্যবসায়ীরা পাথর সরবরাহ ও পরিবহণ বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মোটর পরিবহণ শ্রমিকরা।
ট্রাক চালক গোলজার আলী জানান, প্রতিদিন পঞ্চগড় থেকে প্রায় ৩’শ ট্রাক পাথর নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে। কিন্তু পাথর ব্যবসায়ীরা অবরোধ ডাকায় আমরা সাধারণ শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভাড়া না থাকায় সারাদিন বসে বসে কাটাতে হচ্ছে।
এ বিষয়ে পাথর ও বালি লোড আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জব্বার জানান, বর্তমান সময়ে সবকিছুর মূল্য বৃদ্ধি হলেও শ্রমিকদের মজুরি বাড়েনি। তাই আমরা লোড আনলোড বাবদ সিএফটি প্রতি ৩ টাকা ৫০ পয়সা দাবি করেছি।