পঞ্চগড়ে মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার সময় পানিতে ডুবে আম্বিয়া (৫) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
মৃত আম্বিয়া (৫) জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নয়াবাড়ী গ্রামের আমিরুল ইসলামের কন্যা। সে ঈদুল ফিতর উপলক্ষে দাদার কাছে ছালামি নেয়ার জন্য দাদার বাড়ীতে গিয়ে মৃত্যু বরন করে।
মৃত আম্বিয়ার বাবা জানান আজ সকালে মেয়ে ও আমি এক সাথে ঈদ গাহে গিয়ে নামাজ সেরে ভজনপুর বাজারে ঘুরে বাড়ীতে নিয়ে যাই দুপুরের খাবারের পরে মেয়ে তার দাদার কাছে টাকা নেয়ার জন্য দাদার বাড়ী ফকির পাড়া গ্রামে যেতে চাইলে বাড়ীর পার্শের গ্রাম বলে আমি নিজেই তাকে এগিয়ে দিয়ে চলে আসি ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় আম্বিয়ার দাদার বাড়ীর পর্শে পুকুর পাড় দিয়ে হাটার সময় পানিতে পরে যায়। এ সময় আম্বিয়ার চাচাতো বোন আয়সা (৪) তাকে পানিতে পরতে দেখে বারিতে খবর দেয়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে, চাচা আমিনার খোজা খুজির সময় পুকুরের পানির নিচে থেকে দ্রুত তুলে এনে দেখে সে মৃত ।
এ সময় গোটা পরিবারে চলছে শোকের মাতম ।
পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Please follow and like us: