শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় একটি পুকুর থেকে এক অজ্ঞাত নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধায় জেলা শহরের ধাক্কামারা এলাকায় জেলা খাদ্যগুদাম সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা গেছে, বিকেলে পঞ্চগড়-আটোয়ারী সড়কের পাশে পঞ্চগড় জেলা খাদ্যগুদাম সংলগ্ন পুকুরে ওই নারীর মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও পর্যন্ত মরদেহের কোন ওয়ারিশ পাওয়া যায়নি। মরদেহটির ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।