পঞ্চগড়ে বজ্রপাতে চয়ান (৭০) নামে এক জনের মৃত্যু হয়েছে। জেলার সদর এর সাতমেরা রায়পাড়া গ্রামে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোমবার দুুপুর বেলা বৃষ্টিপাতের সময় চয়ান (৭০) মাঠে কাজ করছিল। এসময় বজ্রপাত হলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, রোজা রাখার জন্য রাতে সেহরী খেয়ে রোজা ছিল চয়ান এবং রোজা রেখে কাজ করছিল।
Please follow and like us: