পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কামাতপাড়া গ্রামের মঙ্গলু রায়ের স্ত্রী রঞ্জিতা রায় (৩৫) ও একই উপজেলার দন্ডপাল ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের খগেন্দ্রনাথ রায়ের পুত্র প্রমোদ রায় (১৮)। একই সময় নিহত রঞ্জিতা রায়ের স্বামী মঙ্গলু রায় (৪০) ও প্রতিবেশী নাসিমা আক্তার (৩৫) গুরুতর আহত হয়েছেন। এছারা একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের সুপেন্দ্রনাথ রায়ের ছেলে সুজন রায় (২৮) গুরুতর আহত হয়েছেন। আহতরা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০ টার দিকে দেবীডুবা ইউনিয়নের রঞ্জিতা রায় (৩৫) গৃহস্থলীর কাজ করার সময় নিজ বাড়ির আঙ্গিনায় বজ্রপাতের শিকার হন। এ সময় তার স্বামী মঙ্গলু রায় ও প্রতিবেশী নাসিমা আক্তার গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই রঞ্জিতা রানী মৃত্যু বরণ করেন। অন্যদিকে পার্শ্ববর্তী দন্ডপাল ইউনিয়নের প্রমোদ রায় (১৮) বাড়ির বারান্দায় বসে থাকাকালীন হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার আলী খাঁন বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড়ে বজ্রপাতে ৩ জন আহতসহ নিহত ২
Please follow and like us: