শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা

পঞ্চগড় প্রতিনিধিঃ সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ্যাডভোকেট মির্জা সুলতানে আলম, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নুরু,পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল বাসার লিটু ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। বক্ততারা হুশিয়ারি দিয়ে বলেন,প্রধান মন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অপশক্তি জঙ্গিবাদ ২০ দলীয় জোট ষড়যন্ত্র করছে অপহরণের হুমকি দিচ্ছে এর বিরুদ্ধে পঞ্চগড়ের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তত।