রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডারের মতবিনিময়

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় তেঁতুলিয়ার বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে বিজিবি’র ঠাকুরগাঁও পিএসসি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আকরামুল হক ও ভারতের পক্ষে বিএসএফ’র শিলিগুড়ি অঞ্চলের ডিআইজি ব্রিগেডিয়ার জেনারেল অকিল দিক্ষিত নেতৃত্ব দেন।
মতবিনিময় সভায় বিজিবি ও বিএসএফ’র ১২ জন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় বিজিবি ও বিএসএফে’র নবাগত সেক্টর কমান্ডারগণ নিজেদের পরিচিতিসহ সীমান্তে মাদক ও চোরাচালান রোধে কার্যকরী প্রদক্ষেপ নেয়া প্রসঙ্গে আলোচনা করেন।

Spread the love