
পঞ্চগড় প্রতিনিধিঃ ‘‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো: টেকসই উন্নয়নের চাবিকাঠি’’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুদ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা সিভিল সার্জন এর আয়োজনে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মো.মোশারফ হোসেন,ডা.মনোয়ার হোসেনসহ এনজিও প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে সিভিল সার্জন হলরুনমে আলোচনা সভার আয়োজন করা হয়।#