পঞ্চগড়ে জহিরুল ইসলাম (২৫) নামের এক বাদাম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ভোগপাড়া গ্রামের আরমান আলীর পুত্র।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২ টায় জহিরুল মাড়েয়া ফুটকিবাড়ি বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় বাড়ির প্রায় কাছাকাছি আসলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে মোটরসাইকেলসহ রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পেয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপালে নেওয়ার পথেই সে মারা যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান ওই পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।