
পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ে সেবা প্যাথলজি নামে একটি ডায়াগনোস্টিক সেন্টারের রক্তের ভুল গ্রুপ নির্ণয়ে চরম ভোগান্তি ও কষ্টের শিকার হয়েছেন জোসনা বেগম (৩২) নামে এক প্রসূতি রোগী। অপারেশন থিয়েটারে কয়েক ঘন্টা থাকার পরও তার সঠিক রক্ত মিলছিল না। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের একজন কর্মচারী নিজে রক্ত দিলে ওই প্রসূতির মায়ের অপারেশন করা হয়। এ ঘটনায় ওই পঞ্চগড় জেলা শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। তবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে রোগীর স্বজনদের চুপ রাখা হয়। বুধবার ঘটনাটি ফাঁস হয়ে গেলে স্থানীয় লোকজন ওই ডায়াগনোস্টিক সেন্টার ও তার টেকনোলজিস্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় সদর উপজেলার মোলানী পাড়া এলাকার হোটেল শ্রমিক হাফিজুল ইসলামের সন্তান সম্ভাবা স্ত্রী জোসনা বেগমকে চিকিৎসক সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। সেই হিসেবে রোগীকে শারীরীক দূর্বলতার কারণে অপারেশনের ১৫ দিন আগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের সময় রোগীর রক্তের প্রয়োজন হতে পারে বলে গ্রুপ নির্ণয় করে রাখতে বলেন চিকিৎসক। সেই হিসেবেই গত ২৮ জুন পঞ্চগড় শহরের সেবা প্যাথলজী এন্ড এক্স-রে সেন্টার নামের একটি বে-সরকারি প্যাথলজিতে পরীক্ষা করা হয় রক্ত। এসএম সাদেকুজ্জামান সোহেল নামের একজন টেকনোলজিস্টের স্বাক্ষরিত সিরিয়াল নম্বর ৯ এর একটি রিপোর্টে জানানো হয় জোসনা বেগম নামের ওই রোগীর রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ। রোগীর অপারেশনের সময় রক্তের প্রয়োজন হতে পাড়ে তাই আগেই ওই রোগীর লোকজন আলমগীর হোসেন নামের একজন নিকট আত্মীয়ের ও-পজিটিভ রক্ত সংগ্রহ করে প্রস্তুত রাখেন। গত মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ওই প্রসূতি রোগীর অস্ত্রপাচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কিন্তু বিপত্তি ঘটে হাসপাতালের ল্যাবরেটরীতে রোগী ও দাতার রক্তের ক্রস-ম্যাচিংয়ের সময়। ক্রস ম্যাচিংয়ের সময় ধরা পরে রোগীর রক্তের গ্রুপ বি-পজিটিভ। এ খবর শুনে অপারেশনে নিয়োজিত চিকিৎসকরা রোগীর অপারেশন তাৎক্ষণিকভাবে বন্ধ করে জরুরী ভিত্তিতে বি পজেটিভ রক্ত সরবরাহ করতে বলেন। কিন্তু তখন বি পজেটিভের কোন রক্ত খুঁজে পাচ্ছিল না রোগীর স্বজনরা। কয়েক ঘন্টা অপারেশন থিয়েটারে থাকার পরও যখন রক্ত মিলছিল না তখন ওই হাসপাতালের একজন কর্মচারী রক্ত দিয়ে রোগীর অপারেশন করান। সফল অপারেশনের পর ওই প্রসূতি মা ফুটফুটে এক কন্যা শিশুর জন্ম দেন । তবে এ ঘটনায় ওই টেকনোলজিস্ট ও প্যাথলজীর উপর প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক ও রোগীর লোকজন। প্রসূতি জোসনা বেগম জানান, আমরা গরিব মানুষ তাই আমাদের সাথে ওরা এটা করার সাহস পেয়েছে। যে ডাক্তার (টেকনোলজিস্ট) আমার রক্তের গ্রুপ ভুল নির্ণয় করেছে আমি তার বিচার চাই। আমার খুব কষ্ট হয়েছে। আমি আগে দুটি সন্তান জন্ম দিতে এমন কষ্ট পাইনি। সেবা প্যাথলজী এন্ড এক্স-রে সেন্টারের টেকনোলজিস্ট এসএম সাদেকুজ্জামান সোহেলের সাথে মুঠোফোনে ভুল রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়েই ফোন কেটে দেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে থাকা চিকিৎসক মনসুর আলম বলেন, বাইরে থেকে পরীক্ষা করে আনা ওই রক্তের গ্রুপ নির্ণয় ভুল ছিল। পরে যে দাতার রক্ত সংগ্রহ করা ছিল তা না দিয়ে রোগীর শরীরে বি-পজিটিভ রক্ত দেওয়া হয়েছে।