বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মশার কামড়ে অতিষ্ট পৌরবাসী

পঞ্চগড় পৌরশহরে মশার কামড়ে অতিষ্ট হয়ে পড়েছে পৌরবাসী। নতুন বছরে এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষ মশা নিধনের কোন পদকেক্ষপ গ্রহণ করেননি বলে অভিযোগ করেন পূর্ব জালাসি, তুলার ডাংঙ্গা, নতুন বস্থী বাসী। মশার উপদ্রব এমন ভাবে বেড়ে গেছে যাতে করে মশার কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করতে পারছে না। একদিকে বিদ্যুতের যেমন অমানবিক লোড শেডিং অন্য দিকে মশার উপদ্রব সব মিলিয়ে অতিষ্ট হয়ে পড়েছে যনজীবন। দরিদ্র পরিবারের সাংসারিক খরচ যোগান দিতে হিমশিম খেয়ে মশা তাড়ানোর জন্য কয়েলের পয়সা যোগান দিতে না পারায় ছেলে-মেয়েরা গরমের দাবানলে মশার কামড়ের যন্ত্রণায় ঠিকমত লেখাপড়া করতে পারছেনা।
এ ব্যাপারে পৌর মেয়র জানান, আমাদের যে পরিমান বরাদ্দ আছে তা আমরা দ্রুতভাবে মশা নিধনের পদক্ষেপ নিয়েছি তবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় পুরোপুরিভাবে তা প্রয়োগ করা যাচ্ছেনা। বিগত অর্থ বছরে পৌর কর্তৃপক্ষ মশা নিধনের কোন কার্যক্রম গ্রহণ না করায় পৌরবাসী অনেকটায় ক্ষুব্ধ। পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করে পৌরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌরবাসীর আকুল আবেদন।

Spread the love