বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীর কারাদন্ড

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার পঞ্চগড়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফেরদৌস ইসলামের আদালতে হাজির করা হলে আদালত এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, মাধক চন্দ্র বর্মন (৩০) ও তার স্ত্রী গিতা রানী (২৫)। এদের বাড়ি ওই উপজেলার মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার অফিসার ইনচার্জ মজনুর রহমানের নেতৃত্বে গত রোববার রাতে ট্রাসফোর্স এর একটি দল মাদক ব্যবসায়ী মাধব চন্দ্র বর্মনের বাড়ীতে অভিযান চালিয়ে ৩০ বোতল দেশী মদ, ১০৯ টি মদের খালি বোতল, নগদ ২৪ হাজার টাকা, একটি মটর সাইকেল  উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মাধব ও তার স্ত্রী গিতাকে আটক করে ট্রাসফোর্স দলটি।
বোদা থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান স্বামী স্ত্রীকে আটক করে আদালতের মাধ্যমে দুই বছরের কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।