পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বোয়ালমাড়ী এলাকায় প্রতি বছরের ন্যায় এবারো শুক্রবার হতে শুরু হয়েছে বারুনী মেলা। মেলায় হিন্দু ধর্মাবলীদের পুর্ন স্নান সুরু হয়েছে। এ মেলায় প্রতিবারের ন্যায় এবারো যাত্র পুতুল নাচ প্রয় ২০ টি বসেছে। তবে প্রতিটি পেন্ডেলে চলছে নগ্ন অশ্লীলনৃত্য আর এসমস্ত নৃত্য উপভেগ করছে ১৪ থেকে ১৭ বছরের কিশোরেরা। অশ্লীলনৃত্য নাচালানো জন্য ইউপি সদস্য কৃষ্ণ যাত্রা ও পুতুল নাচের পেন্ডেল মালিক দের বলতে গেলে তাকে বেধরক মার পিট করে। এ সমস্ত অশ্লীলনৃত্য দ্রুত বন্দ করা নাগেলে সমাজে ভয়াভয় সামাজিক অবক্ষয় হতে পারে।