
পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি
ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায়
বিজিবির টহল জোরদারসহ সীমান্তে মাদক
পাচার বন্ধের দাবীতে বিক্ষোভ ও
মানববন্ধন কর্মসূচী পালন করেছে
এলাকাবাসী। আজ রবিবার দুপুর ২ টায়
পঞ্চগড় শেরে বাংলা পার্কে গড়িনাবাড়ি
ইউনিয়নের কয়েক শতাধীক নারী-পুরুষ
এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ
নেয়। এ সময় বিক্ষোভকারীরা জানায়,
গড়িনাবাড়ি ইউনিয়নের ভারতীয়
সীমান্তবর্তী প্রধানপাড়া, গাড়িয়ানপাড়া,
দরদরিয়াপাড়া ও শেখপাড়াসহ কয়েকটি
গ্রামে বিজিবির টহল বন্ধ রয়েছে। এর ফলে
এসব সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী ও মাদক
পাচারকারীদের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায়
এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভূগছে।
মানববন্ধনে এলাকাবাসী অবিলম্বে ওই
সকল এলাকাগুলোতে বিজিবি টহল
জোরদারের জোড় দাবী জানায়।