সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সীমান্ত বাংলাদেশী যুবক খুন

পঞ্চগড়ের বোদায় বড়শশী ইউনিয়নের সরদারপাড়া সীমান্ত থেকে এরশাদ (৩৫) নামের এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত এরশাদ দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ প্রামানিকপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টায় ওই সীমান্তের ওপারে ভারতীয় ভূখন্ডে সীমানা পিলার থেকে কয়েকশ গজ ভিতরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবি-কে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় মালকাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে বিজিবি, বিএসএফ সমঝোতার মাধ্যমে তার লাশ ফেরৎ দেয়া হয়। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। বিজিবি এরশাদের লাশ বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
বড়শশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম খোকা বলেন, এরশাদ চোরাকারবারীর সাথে যুক্ত ছিল। এলাকায় সবাই তাকে চোর বলে জানে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীমান্তে ভারতীয় ভূখন্ডে যে বাংলাদেশীর লাশ পাওয়া গেছে সে একজন চোরাকারবারী। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে হত্যা করা হতে পারে।

Spread the love