পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ও আহত ২। পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ১১ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৬৫) নামে এক চামড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে (৫টায়) মোটরসাইকেল ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত নজরুল ইসলামের বাড়ি জেলার বোদা উপজেলার উলিপুখুরী গ্রামে। সে ওই গ্রামের অজিরত আলীর পুত্র। এ ঘটনায় তার পুত্র শহিদুল ইসলাম (৩৩) ও সাইকেল চালক সাগর (২৭) আহত হন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ও তার পুত্র মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও থেকে বোদায় আসতেছিল। পথিমধ্যে বোদা বাজার সংলগ্ন ১১ মাইল নামক স্থানে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। গুরুতর আহত নজরুলকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার চন্দন কুমার সেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নজরুল ইসলামকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বোদা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।