পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় রহিম উদ্দীন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জেলার তেঁতুলিয়া পঞ্চগড় এশিয়ান মহা-সড়কে পিকআপ ভেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু। মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রহিম উদ্দীন (৭০) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের চরব ডাঙ্গীর হারা দিঘি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রহিম উদ্দীন (৭০) বৃদ্ধা বাইসাইকেল নিয়ে বয়স্ক ভাতার টাকা নেওয়ার জন্য ভজনপুরে যাচ্ছিল। পিছন থেকে একটি পিকআপ এসে ঘাক্কাদিলে ঘটনা স্থলে রহিম উদ্দীন এর নাক, কান দিয়ে রক্ত বাহির হয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী ঘটনা স্থলে পিকআপকে আটক করে রহিম উদ্দীন কে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রহিম উদ্দীনকে আসঙ্কাজন মনে করে দ্রুত তাকে রংপুর প্রেরণ করার সিদ্ধান্ত দেন।
এ বিষয়ে ভজনপুর হাইওয়ে থানায় ফোনে যোগাযোগ করা হলে কর্তব্যরত ওফিসার কিছুই জানে না বলে জানিয়েছেন ।
পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যু
Please follow and like us: